বাংলাদেশ ব্রেকিং নিউজ

২৭টি মন্ত্রক নিজের হাতেই রাখলেন ইউনূস

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বৃহস্পতিবারই শপথ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস৷ গতকালই বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব বণ্টন করে দেন তিনি। ২৭টি মন্ত্রক নিজের হাতেই রাখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান।

বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে ইউনুসের সঙ্গে যে ১৩ জন শপথ নিয়েছিলেন, তাঁদের মধ্যে বাকি ১৮টি মন্ত্রকের দায়িত্ব ভাগ করে দেন তিনি। ওই ১৩ জনের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও৷ তাঁদের হাতে দেওয়া হয়েছে তিন মন্ত্রকের ভার।