বাংলাদেশের বিজয় দিবস উদযাপন এ বছর বন্ধ রাখছে ইউনুস সরকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, ১৬ ডিসেম্বর সেনাবাহিনীসহ সে দেশের নিরাপত্তা বাহিনীর কুচকাওয়াজ এ বছর বন্ধ রাখা হবে।
১৯৭১ -এর মুক্তিযুদ্ধে সে বছর ১৬ ডিসেম্বর ঢাকায় ভারতীয় সেনা ও মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। সেই থেকে প্রতি বছর বিজয় দিবস পালন করে আসছিল বাংলাদেশ সরকার।
বাংলাদেশ সরকার জানিয়েছে, সেনাবাহিনী এখন দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত। তাই কুচকাওয়াজ হবে না। যদিও সে দেশের রাজনৈতিক ও নাগরিক সমাজের একাংশের বক্তব্য, পাকিস্তানের প্রতি বন্ধুত্বের বার্তা দিতেই ইউনুস সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তানের ঘনিষ্ঠ হতে মরিয়া হয়ে উঠেছে বর্তমান সরকার।
তবে জানা গিয়েছে, ১৬ ডিসেম্বর সারা দেশে বিজয় মেলা অনুষ্ঠিত হবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হবে।