বিজ্ঞান-প্রযুক্তি

টিকটককে পাল্লা দিতে ইউটিউব অ্যাপ

টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে একটি শর্ট ভিডিও অ্যাপ তৈরি করেছে ইউটিউব। ইউটিউবের তৈরি এই অ্যাপের বেটা ভার্সনের ট্রায়াল ভারতে চালানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক প্রতিবেদনে ইউটিউবের পণ্য পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস জেফ বলেন, ইউটিউবের এই অ্যাপ সেই সকল ভিডিও নির্মাতা এবং শিল্পীদের জন্যই করা হয়েছে, যারা কিনা মোবাইল ফোন দিয়েই স্বল্প দৈর্ঘ্যের এবং আকর্ষণীয় ভিডিও নির্মাণে আগ্রহী।

ইউটিউবের এই অ্যাপে একাধিক ভাবে ক্যামেরা ব্যবহারের ফিচার রয়েছে। গ্রাহকরা একটি ভিডিওতে একাধিক ভিডিও একসাথে যোগ করতে পারবেন। এমনকি ভিডিওর গতি কমাতে বাড়াতে পারবেন। টিকটকের মতো ফোনের লাইব্রেরি থেকে গান বা সুর নির্বাচন করে তা ভিডিওতে যোগ করতে পারবেন।

ইউটিউবের তৈরি এই শর্ট ভিডিও অ্যাপে আপলোড করা ভিডিওর সর্বোচ্চ সময়সীমা ১৫ সেকেন্ড পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে।