জেলা

বিবাহ–বহির্ভূত সম্পর্কের জেরে খুন যুবক

লকডাউনের মধ্যেই বন্ধুর হাতে খুন হয়ে গেল আর এক বন্ধু। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বন্ধুকে বাড়িতে ডেকে এনে খুন করার অভিযোগ উঠল আর এক বন্ধুর বিরুদ্ধে। এই ঘটনা এখন ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার বেড়ি গোপালপুর এলাকায়। সৌরভ সাহা (২৫) নামে এক যুবককে খুন করার অভিযোগ উঠেছে রাজু বাছার নামে আর এক যুবকের বিরুদ্ধে। সৌরভের পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজুকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে তার পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, নিহত সৌরভের বাড়ি মছলন্দপুরে। রাজু থাকেন গাইঘাটার বেড়ি গোপালপুরে। দুই বন্ধুই বিবাহিত। রাজুর স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সৌরভের। বিষয়টি বুঝতে পেরে গত মঙ্গলবার রাজু বাড়িতে ডেকে এনেছিলেন সৌরভকে। রাতে সেখানেই ছিলেন সৌরভ। স্থানীয়রা বুঝতে পারেন রাজুর বাড়িতে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন এক যুবক। বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।