ব্রেকিং নিউজ লাইফস্টাইল

বাড়িতেই বানিয়ে নিতে পারেন দোলের রঙ

রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে…দোলে রঙ খেলতে কে না পছন্দ করে।কিন্তু অনেকেই পিছিয়ে আসে রঙের মধ্যে থাকা বিভিন্ন কৃত্রিম রাসায়নিক পদার্থের ভয়ে।এইসব রাসায়নিক পদার্থ ত্বকের ক্ষতি করে। তাই এবার আপনি নিজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন দোলে রং খেলার আবির। দেখে নিন কীভাবে বাড়িতেই বানাবেন নানান রঙের আবির।তবে একটা কথা মনে রাখবেন বাড়ি বসে রং তৈরির সময় কোনোভাবেই তাতে ফুড কালার মেশানো যাবে না।

লাল আবির
লাল রং বানানো খুবই সহজ।জবা ফুলের পাপড়িগুলি শুকিয়ে সেটিকে গুঁড়ো করতে হবে। এরপর সেটি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এছাড়াও হলুদ গুঁড়োর ওপর পাতিলেবুর রস মিশিয়ে নিলেও পেয়ে যাবেন লাল আবির।

হলুদ আবির
চার ভাগ বেসন এবং এক ভাগ হলুদ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হলুদ আবির। বেসন না থাকলে আপনি চালের গুঁড়োর সাথেও হলুদ মিশিয়ে নিতে পারেন।

গোলাপি আবির
হলুদ গুঁড়োর সঙ্গে খুবই অল্প পরিমাণে লেবুর রস মিশিয়ে বানানো যেতে পারে গোলাপি আবির।

সবুজ আবির
কৃষ্ণচূড়া গাছের পাতা শুকিয়ে সেই পাতা গুঁড়ো করে বানিয়ে নিন সবুজ আবির।

নীল আবির
নীল রং অবশ্য প্রাকৃতিক উপায়ে মেলানো বেশ কঠিন। তবে আপনি অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে নিলেই পেয়ে যাবেন এই রং।