করোনা মহামারী ছাড় দিল না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও। মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষা হয়। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। মুখ্যমন্ত্রী সেলফ–আইসোলেশনে রয়েছেন। সপ্তাহখানেক আগেই নিয়েছিলেন করোনাভাইরাস টিকার প্রথম ডোজ। আপাতত ঘরবন্দি হয়ে প্রশাসনিক কাজ সামলাচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রী যোগী নিজে টুইট করে তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন। আগে তাঁর অফিসের এক আধিকারিক, অতিরিক্ত মুখ্যসচিব এবং ব্যক্তিগত সচিবের করোনা হয়। এরপর থেকে তিনি যথেষ্ট সচেতন ছিলেন। কিন্তু শেষ রক্ষা হল। বুধবার তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে আরও বেশ কয়েকজন করোনায় আক্রান্ত বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী টুইট করে জানান, কার্যালয়ে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। তাদের সংস্পর্শে এসেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন তিনি। সাবধানতা অবলম্বন করতে নিভৃতবাসে যাচ্ছেন তিনি। ভার্চুয়ালি যাবতীয় কাজকর্ম করছে ঘরে বসেই।
বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে একাধিকবার রাজ্যে প্রচারে আসেন যোগী আদিত্যনাথ। টুইটে তিনি জানান, ‘করোনার প্রাথমিক লক্ষণগুলি নজরে আসায় আমি পরীক্ষা করাই। সেই পরীক্ষায় আমার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আমি চিকিৎসকদের পরামর্শ মতো সমস্ত ব্যবস্থা নিয়েছি এবং বাড়িতে সেলফ আইসোলেশন থাকছি।’ লখনউ–এর বাড়িতেই তিনি থাকছেন। পাশাপাশি, যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদেরও করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেন যোগী। গত ৫ এপ্রিল লখনউয়ে করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, তিনি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন নিয়েছিলেন।