মঙ্গলবার মালদহের গাজোল কলেজ মাঠের সভা থেকে তৃণমূলকে নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘রাম নাম ছাড়া কিছু হয় না। যারা রাম–নাম পছন্দ করে না, বাংলায় তাদের জায়গা নেই।’ সম্প্রতি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে ঘটনা ঘটেছিল তা জয় শ্রী রাম স্লোগানকে ঘিরেই। তা নিয়ে রাজ্য–রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। এবার তাতে কার্যত সিলমোহর দিলেন যোহী আদিত্যনাথ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
গাজোলে জনসভা করেন তিনি। সেই সভা থেকেই রাম নাম–এর পক্ষে সওয়াল করেন যোগী আদিত্যনাথ। একইসঙ্গে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে বিঁধে তিনি তোপ দাগেন, ‘বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না।’ তাঁর কথায়, এখন বাংলায় অপরাধ, অরাজকতা বেড়েছে। বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না। দুর্গাপুজো করতে এখানে সমস্যায় পড়তে হয়, মহরমের অনুমতি দেওয়া হয়। ইদে জোর করে গো–হত্যা শুরু হয়।
বাংলা বিজয়ের টার্গেট নিয়েছে বিজেপি। তাই লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি কেন্দ্রীয় থেকে রাজ্য নেতৃত্ব। দফায় দফায় বঙ্গ সফরে আসছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। মোদী–শাহ–নাড্ডার সফরের পাশাপাশি জনসভা করে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ প্রচার কর্মসূচিতে বঙ্গ সফরে আসেন যোগী। পরিবর্তন যাত্রার সভায় যোগ দেন তিনি। তিনি আরও বলেন, ‘২৫–৩০ বছর আগেও উত্তরপ্রদেশের যুবকরা বাংলায় চাকরির জন্য আসত। এখন বাংলার যুবকরা কর্মসংস্থানের জন্য দিল্লি ও উত্তরপ্রদেশে আসে। প্রতারণা করে লাভ জিহাদের ঘটনা ঘটছে। আমরা উত্তরপ্রদেশে এই নিয়ে আইন করেছি।’
একুশে বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে, ডবল ইঞ্জিন সরকার হবে। উন্নয়নের পথে এগোবে বাংলা। তাঁর কথায়, বাংলা বরাবরই পরিবর্তনের ভূমি। এবারও বাংলায় পরিবর্তন হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি মমতাদিদির উদ্দেশে বলতে চাই যে একসময় উত্তরপ্রদেশে এমন একটি সরকার ছিল যারা অযোধ্যায় রাম ভক্তদের উপর গুলি চালাত, আপনি সেই সরকারের পরিণতি কী হয়েছে, তা আপনি নিশ্চয়ই দেখেছেন। এবার বাংলায় তৃণমূল সরকারের পালা।’
