এবার বিধানসভা নির্বাচনে টলি তারকাদের দিয়ে বাজিমাত করতে চায় বিজেপি। কারণ এছাড়া বাংলা দখলে আর কোনও রাস্তা তারা দেখতে পাচ্ছে না। এই পরিস্থিতিতে আজ বারাসতের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী দলকে জানিয়ে দিয়েছেন, তিনি রাজনীতি থেকে অব্যাহতি চান। আর নির্বাচনে দাঁড়াতে চান না। তারপরই বিজেপিতে যোগ দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী–সহ একগুচ্ছ অভিনেতা।
বুধবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে বিজেপির মিডিয়া সেন্টারে বিজেপিতে যোগ দেন তাঁরা। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ও দলের সর্বভারতীয় সহ–সভাপতি মুকুল রায়। বিজেপিতে যোগ দিয়ে যশ বলেন, ‘আমি যুবাদের কথা ভাবি। তাই ব্যবস্থার বাইরে থেকে ব্যবস্থাকে বদলানো সম্ভব নয়।’
একইসঙ্গে বিজেপিতে যোগ দেন পাপিয়া অধিকারী, শর্মিলা ভট্টাচার্য, সৌমিলি বিশ্বাসরা। কয়েকদিন আগে পিতৃবিয়োগ হয়েছে সৌমিলির। সেই শোক কাটিয়ে এদিন বিজেপির মঞ্চে হাজির হন তিনি। যা সবার নজর কেড়েছে। এদেরকেই প্রার্থী করতে চায় বিজেপি বলে সূত্রের খবর।
যশের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ–অভিনেত্রী নুসরত জাহানের ঘনিষ্ঠ সম্পর্ক। দুজনে একসঙ্গে সম্প্রতি একটি ছবিতে অভিনয় করেন। তার পর থেকেই দুজনের ঘনিষ্ঠতা বাড়ে বলে শোনা যায়। বিজেপিতে যোগদান করে যশ বলেন, ‘আমি অভিনেতা হিসাবে একটা মুখ হয়ে থাকতে চাই না। আমি এই দলে থেকে মানুষের জন্য কাজ করতে পারবো বলে মনে হয়।’
