বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা–যমুনা। বানভাসী পরিস্থিতিতে ডুবেছে কমপক্ষে ৩৫৭টি গ্রাম। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে হামিরপুর ও জালুন জেলা। পরিস্থিতি সরোজমিনে খতিয়ে দেখতে আজ আকাশপথে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু মানুষের কাছে পর্যাপ্ত ত্রান পৌঁছে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ক্ষোভ তৈরি হয়েছে I
বর্ষার শুরু থেকেই জলের তলায় উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চল। প্রতিবছর স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হলেও এই বছর অতিরিক্ত বৃষ্টির জেরে কমপক্ষে পাঁচটি জায়গায় যমুনা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। একই হাল গঙ্গারও। উত্তরপ্রদেশের তিনটি জেলায় বিদপসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। প্লাবিত বদায়ুন, গাজিপুর এবং বালিয়া।
নাগাড়ে বৃষ্টি ও নদীর জলস্তর বৃষ্টি পাওয়ায় প্লাবিত হচ্ছে নদীর আশেপাশে অবস্থিত গ্রামগুলি। সরকারি সূত্রে খবর, বন্যার জেরে প্রায় ৯৩টি জেলার সঙ্গে সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সাফ একাধিক বাড়ি–স্কুল ঘর। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারকার্যে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর নামলেও জলের স্রোত ও বৃষ্টির কারণে কাজে বাধা সৃষ্টি হচ্ছে।
নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় যোগী সরকারের তরফে সতর্কতা জারি করা হয়েছে। আধিকারিকদের বন্যা পরিস্থিতির উপর কড়া নজর রাখতে ও প্রতি মুহূর্তে আপডেট জানাতে বলা হয়েছে। এ দিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও আকাশপথে প্লাবিত অঞ্চলগুলি পরিদর্শনে যেতে পারেন।