আন্তর্জাতিক

ভারতে হামলার নির্দেশ দিতে পারেন জিনপিং

চিনের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এল। আর তা প্রকাশ করল আমেরিকার সংবাদপত্র। সেখানে উল্লেখ করা হয়েছে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর নির্দেশেই লাদাখে আক্রমণ করেছিল চিনের পিপল’স লিবারেশন আর্মি। আমেরিকার ওই প্রথমসারির পত্রিকা দাবি করেছে, লাদাখে চিন সেনার হামলার নেপথ্য খলনায়ক হিসেবে কাজ করেছে শি জিনপিং। তবে এই আক্রমণ চিনের দিক থেকে সম্পূর্ণ ব্যর্থ হয় বলে মার্কিন পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউজউইক আমেরিকার প্রথমসারির পত্রিকা। ওই পত্রিকায় উল্লেখ করা হয়েছে, লাদাখে একবার ব্যর্থ হয়ে জিনপিং ফের ভারতে হামলার জন্য চিন সেনাকে নির্দেশ দিতে পারেন। শি জিনপিং, যিনি ভারতে পিপলস লিবারেশন আর্মির আক্রমণাত্মক পদক্ষেপের প্রধান কারিগর, ভাবতে পারেননি যে তাঁর পরিকল্পনা এভাবে ভেস্তে যাবে।
ওই পত্রিকার সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, চিনের কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান জিনপিং সেনার এই ব্যর্থতার ফল হিসেবে বাহিনীর উচ্চপদে নিজের পছন্দমতো লোক বসানোর সুযোগ পেয়ে গেলেন। আর চিন সেনার ব্যর্থতার কারণে আবারও আক্রমণ চালানোর প্রস্তুতি খুব সম্ভবত নিচ্ছেন জিনপিং। তবে এই সম্পাদকীয়তে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করা হয়েছে।