ব্রেকিং নিউজ রাজ্য

Wrong Vaccine: ভুল ভ্যাকসিন দেওয়ার পরই কি শিশুর মৃত্যু! চাঞ্চল্য।

ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা ২ গ্রাম পঞ্চায়েতের মধ্য খট্টিমারি এলাকায় শিশু মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য। খট্টিমারি এলাকার বাসিন্দা প্রসেনজিৎ রায় ও শ্রাবণী রায়। মাস চারেক আগে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় শ্রাবণী। নাম রাখা হয় ধ্রুব রায়। মা-বাবা সহ পরিবারের সদস্যদের স্নেহ, ভালবাসায় ধীরে ধীরে বড় হয়ে উঠেছিল ছোট্ট ধ্রুব। এরপর অন্যান্য শিশুদের মতো সাড়ে তিন মাসের ভ্যাকসিন দেওয়ার জন্য শ্রাবণী তার ছেলেকে নিয়ে গতকাল পাশ্ববর্তী মহামায়া সাব সেন্টারে যায়। আর ভ্যাকসিন দিয়ে ফিরে আসার পর থেকেই সন্ধ্যায় জ্বর আসে ধ্রুবর।

সাধারণত ভ্যাকসিন দেওয়ার পর জ্বর হয়, তাই সেরকম কিছু ভাবেনি ধ্রুবর বাবা-মা। রাত ১২ টা ঠিকঠাক ছিল ধ্রুব। কিন্তু ভোর চারটা নাগাদ দেখা যায় ধ্রুবর নাক দিয়ে কিছু একটা বের হচ্ছে। এরপর তড়িঘড়ি তাকে ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ধ্রুবর বাবা সহ পরিবারের সদস্যদের দাবি, ভুল ভ্যাকসিনের কারণেই মৃত্যু হয়েছে ধ্রুবর। মাত্র তিন মাস উনিশ দিন বয়স ধ্রুবর। পরিবারের সদস্যদের কোলে বড় হয়ে ওঠা ছোট্ট ধ্রুবর মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। তবে ভ্যাকসিনের কারণেই এই মৃত্যু নাকি অন্য কোন কারণ তা এখনো পরিষ্কার নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই বিষয়ে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুরজিৎ ঘোষ জানিয়েছেন ওই সাব সেন্টার থেকে গতকাল ১৫ জন শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, প্রত্যেকেই সুস্থ রয়েছেন। কাজী ভ্যাকসিন এর রিয়্যাকশন থেকে এমন ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে না। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।