প্রায় তিন বছরের এক শিশুকে সিরাপের জায়গায় ভুল করে দেওয়া হলো বয়স্ক রোগীর দুটি ইঞ্জেকশন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ১৩ নম্বর ওয়ার্ড শ্রীনগর কলোনির বাসিন্দা পেশায় ব্যবসায়ী সাগর সূত্রধর তাঁর ছেলে প্রিয়াংশ সূত্রধরকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসেন।
পরিবার সূত্রে খবর, প্রস্রাবের সমস্যা নিয়ে চিকিৎসককে দেখাতে এসেছিল সেই শিশুটিকে। তখন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি গাদং এলাকার আর এক রোগী হাতে ব্যথা নিয়ে চিকিৎসা করাতে আসেন। সেই রোগীকে চিকিৎসক দুটি ইঞ্জেকশন প্রেসক্রাইব করে। পরপর দুটি রোগীর প্রেসক্রিপশন গিয়ে পৌঁছয় কর্তব্যরত নার্সদের কাছে। আর তখনই ঘটে বিপত্তি।
অভিযোগ পরপর দুটি ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় শিশুটিকে। পরপর দুটি ইঞ্জেকশন দেওয়ার পর শিশুটির শরীর গরম হয়ে ঘামতে শুরু করে। অভিযোগ ভুল করে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তখনই পরিবারের তরফে চেঁচামেচি শুরু হয়। আর তা করতেই পরে অবশ্য হাসপাতালের পক্ষ থেকে শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয় বলে খবর।
এই ঘটনায় ব্যাপক ক্ষোভপ্রকাশ করেন শিশুটির পরিবারের সদস্যরা। রোগীর পরিবারের লোকেরা চিকিৎসকের কাছে এই গাফিলতির কারণ জানতে চাইলে উল্টে কর্তব্যরত সেই চিকিৎসক তর্ক শুরু করে দেন। রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে বলে অভিযোগ।