শীতের আমেজ বাড়ছে ক্রমে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১৭ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখন থেকেই অনুভূত হচ্ছে জাঁকিয়ে শীত। তবে এই শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের কয়টি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জেলায় হবে বৃষ্টি।
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের পূ্ৃর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় মূলত কুয়াশা থাকবে। বেলা বাড়তে শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রায় সব জেলাতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদায় এই সময় বাড়তে পারে কুয়াশার দাপট। প্রসঙ্গত, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরের উপর যে অতি গভীর নিম্নচাপটি তৈরি হয়েছে তা ইতিমধ্যেই অনেকগুণ শক্তি সঞ্চয় করে শীঘ্রই ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে জানিয়েছে মৌসম ভবন।