দেশ ব্রেকিং নিউজ

ফের চিন্তা বাড়াচ্ছে করোনা

নতুন করে চিন্তা বাড়াচ্ছে ভারতের করোনা পরিসংখ্যান। ক্রমশ বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ হাজারেরও বেশি। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সব মিলিয়ে পরিস্থিতি ফের উদ্বেগজনক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দিল্লি,কেরালা,মহারাষ্ট্র ও গুজরাটে সংক্রমণ বেশি। এহেন পরিস্থিতিতে টিকাকরণ নিয়ে ফের নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮ জন। আক্রান্তের সংখ্যা প্রায় বেড়ে দাঁড়িয়েছে ৪৪ শতাংশ। তার মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণ সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৫০০। বর্তমানে দেশের সক্রিয় করোনা রোগী ২১ হাজার ১৮১ জন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৪ কোটি ৪৮ লক্ষ। মৃত্যুর সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে কেরালা ও মহারাষ্ট্র। এখনও পর্যন্ত ৩ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মহারাষ্ট্রে। মৃত্যুর হার ৩.২৫ শতাংশ। এই মুহূর্তে দেশে করোনায় সুস্থতার হার ৯৬.৭৫ শতাংশ।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। কার্যত সেকারণেই জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।