উৎসবের মরশুমে করোনার পরিসংখ্যান খুব একটা স্থিতিশীল নয় বলেই মনে করছেন স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা। শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, একদিনে দেশে মৃতের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। মারণ ভাইরাসে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৫০১ জন। দেশে এখনও অবধি করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬২ হাজার ৬৯০ জনের।গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৫১৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
সংক্রমণ বৃদ্ধি পেলেও প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস। সক্রিয় রোগীর নিম্নমুখী গ্রাফই আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৩৭ হাজার ৪১৬ জন। দেশজুড়ে ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হার।
পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৮ লক্ষ ১৪ হাজার ৮০ জন করোনাকে জয় করে ঘরে ফিরেছেন। উৎসবের মরশুম শেষ হওয়ায় ধীরে ধীরে গতি পাচ্ছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ৫৩ লক্ষের বেশি মানুষ। গোটা দেশে টিকা দেওয়া হয়েছে ১১০ কোটি ৭৯ লক্ষ ৫১ হাজার ২২৫ ডোজ।