করোনার বিরুদ্ধে টিকাকরণকে হাতিয়ার করে যখন গোটা বিশ্ব এই যুদ্ধে এগিয়ে যেতে চাইছে, জিততে চাইছে সেই সময় আবারো নতুন রূপে হাজির মারণ ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গোটা বিশ্বের জন্য উদ্বেগের কারণ হতে চলেছে এই নতুন স্ট্রেন।B.1.1.529 নামের এই স্ট্রেনটির নামকরণ করল হু। নাম দেওয়া হয়েছে ওমিক্রন।
ওমিক্রন নামের এই নতুন স্ট্রেনটির সন্ধান মিলেছে দক্ষিণ আফ্রিকায়। যা আগের থেকে আরও বেশি ভয়ংকর ও শক্তিশালী বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বারবার রূপ বদলে নতুন রূপে হাজির হচ্ছে এই ভাইরাস। কিছুতেই এর থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না। করোনা ভাইরাসের এই স্ট্রেন নিজের ক্ষমতা বাড়াচ্ছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি দেশ।
আফ্রিকার দেশ বৎসোয়ানায় প্রথম এই স্ট্রেনটিকে দেখা গিয়েছিল। বেলজিয়ামেও নতুন করে স্ট্রেনটির খোঁজ মিলেছে বলে খবর। এটি অন্যান্য স্ট্রেনগুলির তুলনায় বেশি সংক্রামক। ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা সংক্রান্ত বিষয়কেও এড়িয়ে জনস্বাস্থ্যের ক্ষতি করার ক্ষমতা রয়েছে স্ট্রেনটির জানিয়েছে হু।
দক্ষিণ আফ্রিকার ‘সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশন’-এর কর্তা তুলিও ডি অলিভিয়েরাও এই স্ট্রেন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, তাঁরা এই স্ট্রেনটির দিকে কড়া নজর রেখেছেন। ফলে টিকাকরণ কে হাতিয়ার করলেও কিভাবে করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্তি সম্ভব তার প্রশ্ন থেকেই যাচ্ছে।