অ্যাডিনো ভাইরাস নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। আর তাই একাধিক শিশুর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে রাজ্যে এল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। অন্যদিকে শিশু মৃত্যুকে কেন্দ্র করে বিধানসভা উত্তাল। মুলতুবি প্রস্তাব পেশ করে বিরোধী দল।
বৃহস্পতিবার রাজ্যের দুই হাসপাতালে ফের মৃত্যু হয়েছে তিন শিশুর। গত এক মাসে রাজ্যে কার্যত শিশু মৃত্যুর মিছিল দেখা গিয়েছে। কারণ খতিয়ে দেখতে রাজ্যে এল জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। বি সি রায় শিশু হাসপাতালের পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজ পরিদর্শন করেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। বুধবারও রাজ্যে মৃত্যু হয়েছিল তিন শিশুর।
এদিকে বিধানসভায় সরব হল বিজেপি। বৃহস্পতিবার এ নিয়ে একটি মুলতুবি প্রস্তাবও জমা দেয় বিজেপি পরিষদীয় দল। তাদের বক্তব্য, কেন অ্যাডিনো ভাইরাস নিয়ে কোনও আলোচনা নেই বিধানসভায়? অ্যাডিনো ভাইরাস নিয়ে আলোচনা চেয়ে ১৮৫ ধারায় মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি পরিষদীয় দল। এরপর অধিবেশন কক্ষে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই প্রস্তাব পাঠ করেন। প্রস্তাবে বলা হয়, অ্যাডিনো ভাইরাসে শিশুমৃত্যু হচ্ছে। এর মোকাবিলার পরিকাঠামো নেই হাসপাতালে। রাজ্য সরকার শিশুদের রক্ষা করতে ব্যর্থ। এখন দেখার শিশু মৃত্যু রুখতে এডিনো ভাইরাস নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়।