আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অ্যারন জেমস ফিঞ্চ। অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেডেন পরবর্তী সময়ে অজি ব্যাটিং লাইনআপে টপ অর্ডারের স্তম্ভ হয়ে উঠেছিলেন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে ডেভিড ওয়ার্নারের সঙ্গে জুটি বেঁধে ক্রিকেটপ্রেমীদের একাধিক স্মরণীয় ইনিংস উপহার দিয়েছেন তিনি ।
তাঁর নেতৃত্বে ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও দলকে ভরসা জুগিয়েছিলেন ফিঞ্চ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল ও বিগ ব্যাশ লিগে খেলতে দেখা যেতে পারে তাকে । সোমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেন এই আগ্রাসী অসি ব্যাটার। তিনি বলেছেন, “এটাই সরে যাওয়ার সেরা সময়।”
২০১১ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে টি-২০ ম্যাচ দিয়ে অভিষেক হয় অ্যারন ফিঞ্চের। সে ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। এর প্রায় দু’বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে অভিষেক হয় অসি ব্যাটারের। কিন্তু প্রথম টেস্ট ম্যাচের টুপি পেতে ফিঞ্চের সময় লাগে প্রায় সাত বছর। ১২ বছরের পেশাদার ক্রিকেট জীবনে ১০৩টি টি-টোয়েন্টি ম্যাচ, ১৪৬টি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। যদিও টেস্ট ম্যাচ খেলেছেন মাত্র ৫টি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯টি শতরান রয়েছে ফিঞ্চের ঝুলিতে। এর মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটেও রয়েছে দু’টি শতরান।
ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন ২০১৮ সালের ডিসেম্বরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচটি খেলেন ২০২২ সালের সেপ্টেম্বরে। আর শেষ টি-টোয়েন্টি খেলেছেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০২২ সালের অক্টোবরে। পাশাপশি বিগ ব্যাশ ও আইপিএলেও নিয়মিত খেলেছেন ফিঞ্চ। ন’টি দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ৯২টি ম্যাচে তিনি করেন ২০৯১ রান। শেষ বার তিনি খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।