বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিনের দালাল বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখন দেখা গেল চিনের পরিবর্তে তার বন্ধুর প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। করোনা মোকাবিলায় অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে পাকিস্তান বলে দাবি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুধু তাই নয়, কী ভাবে করোনা মোকাবিলা করতে হয়, পাকিস্তানের থেকে গোটা বিশ্বকে শেখার পরামর্শ দিয়েছেন হু–এর প্রধান টেড্রস আধানোম। আর তাতেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানোম বলেন, ‘গোটা পৃথিবীর পাকিস্তানের থেকে শেখা উচিত করোনা মোকাবিলায় তাদের উল্লেখযোগ্য পদক্ষেপ। পোলিও মোকাবিলার জন্য গণস্বাস্থ্য ব্যবস্থার যে পরিকাঠামো বহু বছর ধরে পাকিস্তানে গড়ে উঠেছে, তাই করোনার প্রতিরোধে কাজে লেগেছে।’
তিনি সাংবাদিক বৈঠক করে জানান, বাড়ি বাড়ি ঘুরে পোলিও’র টিকা দেওয়ায় দক্ষ স্বাস্থ্যকর্মীরা করোনা মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। স্বাস্থ্যকর্মীদের নজরদারি, কনট্যাক্ট ট্রেসিং এবং যত্ন নেওয়ার কাজে ব্যবহার করায় করোনা সংক্রমণের মাত্রা উল্লেখযোগ্য হারে কমেছে। পাকিস্তান ছাড়া করোনা মোকাবিলায় অন্য যে দেশগুলির ভূমিকার প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেগুলি হল—থাইল্যান্ড, কম্বোডিয়া, জাপান, নিউজিল্যান্ড, রিপাবলিক অফ কোরিয়া, রাওয়ান্ডা, সেনেগাল, ইতালি, স্পেন এবং ভিয়েতনাম।
করোনা মোকাবিলায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা করায় ট্যুইট করে এই আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ধন্যবাদ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক প্রাক্তন স্পেশাল অ্যাসিসটেন্ট ডা. জাফর মির্জা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পাকিস্তানের মানুষের কাছে বড় সম্মান বলে মন্তব্য করেছেন তিনি।
