খেলাধুলা

দুবাইতে বাতিল রাগবি টুর্নামেন্ট

সংযুক্ত আরব আমিরশাহিতে হবে এই বছরের আইপিএল। এই ঘোষণা আগেই করা হয়েছিল। কিন্তু যেভাবে করোনার প্রকোপ বাড়ছে তাতে আরবে আইপিএল ঝুঁকিহীন তা বলা যায় না। টুর্নামেন্ট সফল করতে বিসিসিআই এবং এমিরেটস ক্রিকেট বোর্ড যৌথ উদ্যোগে কাজ শুরু করেছে বলে খবর। তবে করোনার কারণেই দুবাইয়ে বাতিল করে দেওয়া হল ওয়ার্ল্ড রাগবি সেভেনের মতো টুর্নামেন্ট।
জানা গিয়েছে, করোনার জেরে ইতিমধ্যেই দুবাইতে হতে চলা জনপ্রিয় রাগবি সেভেন প্রতিযোগিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব রাগবি সংস্থা। তাঁরা মনে করছেন এটা ঝুকি হয়ে যাবে। একসঙ্গে এতজন খেলায় যুক্ত থাকলে সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে। আগামী নভেম্বর মাসে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। দুবাইয়ের পাশাপাশি বাতিল করে দেওয়া হয়েছে কেপ ডাউনের সংস্করণও।
আগামী ১৯ সেপ্টেম্বর কিংবা ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এবারের আইপিএল। ফাইনাল হতে পারে ১০ নভেম্বর। যদিও সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল আয়োজন করার ব্যাপারে বিবিসিআই এখনও কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেতের অপেক্ষায়। তবে করোনা সংক্রমণ রুখতে পরিস্থিতির সঙ্গে লড়াইয়ে যাচ্ছে আমিরশাহি সরকার।