থেমে গেল তবলার তাল। প্রয়াত হলেন প্রখ্যাত তবলা বাদক এবং সঙ্গীতশিল্পী জাকির হুসেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। রেখে গেলেন স্ত্রী আন্তোনিয়া মিনেকোলা এবং দুই কন্যা আনিসা কুরেশি ও ইসাবেলা কুরেশিকে৷
ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের অগ্রগণ্য এই মহান শিল্পীর প্রয়াণ সঙ্গীতের একটি যুগের সমাপ্তি ঘটাল, যা শুধু ভারতীয় সঙ্গীত জগতেই নয়, বিশ্বের সকল শ্রোতাদের জন্য এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ‘ইডিয়োপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস’ নামক হৃদরোগে ভুগছিলেন উস্তাদ জাকির হুসেন৷ দু’সপ্তাহ আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷
রবিবার শারীরিক অবস্থার অবনতি ঘটায় কিংবদন্তি এই তবলা বাদককে সান ফ্রান্সিসকোর হাসপাতালে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়৷ সোমবার সেখানেই জীবনের শেষ লড়াই হেরে যান তিনি৷ তাঁর মৃত্যুসংবাদ জানিয়ে পরিবারের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে৷
সেখানে লেখা, “বিশ্বজুড়ে অগণিত সঙ্গীতপ্রেমীদের মধ্যে তাঁর অবদান জিইয়ে থাকবে৷ অনুপ্রাণিত করবে আগামী প্রজন্মকে৷”