আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর প্রশংসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‌হু)‌। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌আশা করি অন্যরাও আপনার উদাহরণ অনুসরণ করবেন’‌। করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে এমনই প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডহ্যানোম গ্যাব্রিয়েসাস। আর তাতে খানিকটা অক্সিজেন পেল ভারত বলে মনে করা হচ্ছে।
ভ্যাকসিনের সুষমবণ্টন নিয়ে ভারত সরকারের প্রচেষ্টার প্রশংসা করে গ্যাব্রিয়েসাস টুইটারে মোদীকে লেখেন, ‘‌ভ্যাকসিনের সুষমবণ্টনকে সমর্থন করার জন্য ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। কোভ্যাক্স কর্মসূচির আওতায় ইতিমধ্যেই বিশ্বের ৬০টির বেশি দেশে টিকাকরণ শুরু হয়েছে। আপনি যেভাবে প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন, তা অন্য দেশগুলিও অনুসরণ করতে পারে।’‌
উল্লেখ্য, গত জানুয়ারি মাসেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কোভিড–১৯ মহামারি মোকাবিলায় ভারতের ভূমিকার প্রশংসা করেন। গত ১৬ জানুয়ারি ভারতে শুরু হয়েছে বৃহত্তম টিকাকরণ কর্মসূচি। ভারত নিজের প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, মায়ানমার এবং নেপাল–সহ প্রায় ৬০টি দেশে কোভিড–১৯ ভ্যাকসিন সরবরাহ করেছে।