আন্তর্জাতিক

হু–এর প্রশংসায় আরোগ্য সেতু

করোনা সংক্রমণের বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করতে ভারতের তৈরি আরোগ্য সেতু অ্যাপের ভূয়সী প্রশংসা করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (‌হু)‌ প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসাস। হু–এর ডিরেক্টর বলেন, ‘‌করোনা রোগীদের চিহ্নিত করতে ভারত সরকার চালু করেছিল আরোগ্য সেতু অ্যাপ। করোনা ভাইরাস ক্লাস্টার চিহ্নিত করতে ও করোনা টেস্টের সংখ্যা বাড়়ানো অনেক সহজ হয়েছে। ভারতের ১৫ কোটি মানুষ ওই অ্যাপ ডাউনলোড করেছেন।’‌
আগে করোনা মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার নিয়ে তিনি বলেছিলেন, ‘আমাদের সময় প্রযুক্তি রয়েছে, জ্ঞান রয়েছে কী করে একে রুখে দেওয়া যায়।’ তাই স্প্যানিশ ফ্লুর চেয়ে আগেই একে থামিয়ে দেওয়া যাবে। ভারতের তৈরি আরোগ্য সেতু অ্যাপ বিশ্বের মধ্যে সব থেকে বেশি ডাউনলোড হওয়া কোভিড–১৯ ট্র্যাকিং অ্যাপ। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হু প্রধান জার্মানি এবং যুক্তরাজ্যের তৈরি এই জাতীয় অ্যাপেরও প্রশংসা করেন।
আরোগ্য সেতু অ্যাপ লঞ্চ করার কিছুদিনের মধ্যেই তা বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপের শীর্ষে চলে আসে। বিরোধীরা যাই বলুক না কেন, ভারতের দেখাদেখি একই ধরনের অ্যাপ লঞ্চ করেছে জার্মানি ও ব্রিটেন। এই অ্যাপটি ব্যবহার করে ব্যবহারকারী কোনো লোকালয়ে করোনা সংক্রমণের তথ্য জানতে পারেন।