হঠাৎ করেই স্বব্ধ হয়ে গিয়েছে ফুটবল বিশ্ব। নেমে এসেছে গভীর শোকের ছায়া। ইংল্যান্ড ও বিশ্ব ফুটবলের কিংবদন্তি ব্যক্তিত্ব টেরি ভেনাব্লেস প্রয়াত। চেলসি ও ইংল্যান্ড জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় এবং পরবর্তীতে ইংল্যান্ড ও বার্সেলোনার ম্যানেজার দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। টেরি ভেনাব্লেস ছিলেন ফুটবলের এমন একটি অধ্যায় যাকে তাঁর উদ্ভাবনী চিন্তার জন্য ফুটবল দুনিয়া মনে রাখবে।
ফুটবল ঘিরে ভেনাব্লেসের ক্যারিশমা, উদ্ভাবনী ও নেতৃত্বের জন্য অবশ্যই ইংল্যান্ডে ও গোটা বিশ্ব মাঠে এবং বাইরে তাঁর সাফল্য ও ব্যক্তিত্বের জন্য চির স্মরণীয়। ভেনাব্লেসের প্রয়াণে স্বাভাবিকভাবেই সমস্ত ফুটবল বিশ্ব থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।