কঠিন চ্যালেঞ্জ। গোটা বিশ্ব এখন করোনার কবলে। বাড়ছে মৃতের সংখ্যা। আর এই করোনার প্রভাবে কার্যত ধসে গিয়েছে বিশ্বের অর্থনীতি। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এটিকে মানবজাতির অন্ধকারতম সময় বলে উল্লেখ করেছে। ফলে আগামী দিনে করোনা কাটিয়ে ওঠা গেলেও অর্থনৈতিক সংকট কাটানো কঠিন চ্যালেঞ্জ বলেই মনে করছেন অর্থনীতির বিশেষজ্ঞরা।
এই বিষয়ে আইএমএফ–এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টেলিনা জর্জেভিয়ার কথায়, বিশ্ব এমন আর্থিক মন্দার মুখোমুখি আগে হয়নি। এই প্রথম এমন ঘটনা ঘটল। ২০০৮ সালের অর্থনৈতিক সংকটেও ছাপিয়ে যাবে এবারের মন্দা। তিনি জানান, আমরা এক বিরল ঘটনার সাক্ষী থাকলাম। যেখানে গোটা বিশ্বের অর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছে। আইএমএফ বিশ্বব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে।
বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের প্রতিক্রিয়া, করোনা মানবজাতির স্বাস্থ্যের সঙ্গে গোটা বিশ্বের অর্থনৈতিক কাঠামোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। বিশ্বের আর্থিক বৃদ্ধির হার এবার সর্বনিম্ন স্তরে পৌঁছতে পারে। ভারতের আর্থিক বৃদ্ধির হার কমে ৩.৬% হতে পারে। তাঁদের আশঙ্কা, গত তিন দশকের তুলনায় এবার বিশ্বে আর্থিক বৃদ্ধির হার সর্বনিম্ন স্তরে পৌঁছবে।
