আন্তর্জাতিক স্বাস্থ্য

‘‌করোনা শেষের স্বপ্ন দেখা যেতে পারে’‌

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসাস–এর মুখে অবশেষে অত্যন্ত আশার কথা শোনা গেল। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার একটি উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক বলেন, ‘‌বিশ্ব মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য করোনাভাইরাস ভ্যাকসিনের রোল আউট। কিন্তু তার মানে মারাত্মক করোনভাইরাস নির্মূল হয়ে যাবে এমনটা নয়।’‌
তবে করোনা অতিমারি শেষ হওয়ার স্বপ্ন দেখা শুরু করতে পারে বিশ্ব বলে জানালেন হু প্রধান। তাঁর সতর্কবার্তা, টিকার লড়াইয়ে কোনওভাবেই যেন ধনী ও শক্তিশালী দেশগুলি দরিদ্র এবং প্রান্তিক দেশগুলিকে পদদলিত না করে। টিকা নেওয়ার পর অতিমারি শেষ হতে পারে, এমন আশা প্রকাশ করলেও টিকা গ্রহণের পথ, তারপর বিশ্ব মহামারী শেষ হয়ে যাবে, এই গোটা পথটা সময় সাপেক্ষ। তবে সেটা মসৃণ হবে না।
অতিমারির জন্যই মানবতার ভালো এবং খারাপ দিকগুলি বিশ্ব দেখতে পেয়েছে বলে জানান হু প্রধান। তাঁর কথায়, গত কয়েক মাসে বিশ্ব যেমন, সহানভুতির অনুপ্রেরণামূলক কাজ, আত্মত্যাগ, বিজ্ঞানে নতুনত্ব এবং সংহতির নতুন মাইলফলক দেখেছে, তেমনই স্বার্থ, দায় অস্বীকার করা এবং অন্যের ঘাড়ে দায় চাপানোর মতো ঘটনারও সাক্ষী থেকেছে। এই মন্তব্য ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করেই বলে মনে করছেন অনেকে।
দারিদ্র, ক্ষুধা, অসাম্য এবং জলবায়ু পরিবর্তন এখনও প্রধান সমস্যা বিভিন্ন দেশের। অতিমারি শেষ হয়ে গেলে এই সমস্যা দূর করার জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়ার অনুরোধ করেছেন হু–প্রধান।