ব্রেকিং নিউজ রাজ্য

নারী পাচার চক্রের বড়সড় পর্দা ফাঁস, শ্রীঘরে মহিলা সহ ৪

সুন্দরবন থেকে নারী পাচারের মূল পান্ডা মহিলা সহ গ্রেপ্তার ৪ জন। সুন্দরবনের সংলগ্ন প্রত্যন্ত অঞ্চলের মহিলাদেরকে কাজের টোপ দিয়ে বহুদিন ধরে নারী পাচারের অভিযোগ ছিল পুলিশের কাছে। বসিরহাট পুলিশ জেলার সন্দেশ খালি থানার পুলিশ আধিকারিক অনিমেষ দাও এর নেতৃত্বে একদল পুলিশবাহিনী গিয়ে বসিরহাটের সন্দেশখালি থেকে নারী পাচার চক্রের মূল পান্ডা মেনকা মন্ডল ও ত্রিদিব মন্ডলকে গ্রেপ্তার করে। এদেরকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে।

সন্দেশ খালি থানার পুলিশ জানতে পারে, এই দুজন ছাড়াও আরো দুজন এই নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত। বসিরহাট জেলা পুলিশ ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশের যৌথ উদ্যোগে বাসন্তী থানা এলাকা থেকে ভৈরব মন্ডল ও ধীরাজ গাইন নামক দুই পাচারকারীকেও গ্রেফতার করা হয়। এদিন এই পাচারকারীদেরকে বসিরহাট মহাকুমা আদালতে তোলা হয়েছে। সন্দেশখালি ও বাসন্তী থানার পুলিশ আধিকারিকরা এই নারী পাচার চক্রর পরিধি কতদূর বিস্তৃত, তা নিয়ে তদন্ত করছে। এর সঙ্গে আন্তর্জাতিক নারী পাচার চক্রের কোন যোগাযোগ আছে কিনা? তা নিয়েও তদন্ত চালাচ্ছে এই দুই থানার পুলিশ।