বাংলাদেশ

প্রথম নারী সভাপতি বাংলাদেশে

এবার পদ্মাপারে প্রথম নারী সভাপতি। আর তা নিয়ে এখন আত্মহারা স্থানীয় বাসিন্দারা। তিনি শারমীন রিনভী। প্রতিষ্ঠার দু’যুগের ইতিহাসে প্রথম নারী সভাপতি। বাংলাদেশের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম তথা ইআরএফ–এর ঝান্ডা রিনভীর হাতে।
জানা গিয়েছে, প্রায় দু’যুগ আগে যাত্রা শুরু করেছিল এই ফোরাম, অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন। নেতৃত্বে ছিলেন ইংরেজি দৈনিক ‘ফিনান্সিয়াল এক্সপ্রেস’–এর তৎকালীন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যিনি বছর দুয়েক আগে প্রয়াত হন। তারপর হয় নির্বাচন। সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার জোরে শারমীন রিনভী এই ক্ষমতায় আসেন।
রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা নয়াপল্টনে রয়েছে নিজস্ব কার্যালয়। এই দুই যুগে কোনও নারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংগঠনের সভাপতি নির্বাচিত হতে পারেননি। সে দিক থেকে ২০২০ সালের ৬ নভেম্বর দিনটি ইআরএফ–এর ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বাংলাদেশে বিষয়ভিত্তিক রিপোর্টারদের বেশ কয়েকটি সংগঠন রয়েছে। তার মধ্যে প্রথম সারিতে রয়েছে ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি’। সংগঠনটি ইতিমধ্যেই রজতজয়ন্তী উদযাপন করেছে। রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৬ নভেম্বর নয়াপল্টনে ইআরএফ কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল সংগঠনের নির্বাচন। সদস্যরা ব্যালটের মাধ্যমে ২০২০–২১ বছরের জন্য পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন করেন। তাঁরা অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের একমাত্র সংগঠনটির ঝান্ডা তুলে দিলেন রিনভীর হাতে। দু’যুগ পর সংগঠনের সদস্যরা সুচিন্তিত রায় দিয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন।
রিনভী তাঁর পেশাগত জীবনে প্রচণ্ড গতিশীলতার পরিচয় দিয়েছেন। মাঠঘাট ছাড়াও রাজধানীর হাঁটু-সমান উঁচু দূষিত জলে দাঁড়িয়ে লাইভ রিপোর্টিং করেছেন। তুলে এনেছেন এলাকার জীবন্ত চিত্র। তাঁর এই সাহসী ভূমিকা দেশের সাংবাদিকদের, বিশেষ করে নারী সাংবাদিকদের, পেশাগত দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেছে। এমনই অনেক উদারহণ গড়েছেন রিনভী।