আগামীকাল নারী দিবস। এই দিনটিকে শুধুমাত্র নারীদের জন্যই উৎসর্গ করা হয়েছে। তবে নারীদের পক্ষে এই দিনটি অর্জন করা এতো সহজ ছিল না। দিনটি অর্জনের জন্য নারীদের বিভিন্ন বাধা অতিক্রম করতে হয়েছে। পৃথিবীতে নারী কখনো মা হয়ে, কখনো বোন হয়ে, কখনো প্রেমিকা আবার কখনো অর্ধাঙ্গী রূপে জন্ম নিয়েছে। ঘরে-বাইরে সব দিকে নারীদেরই নজর রাখতে হয়।
নারী দিবসের বিশেষ এ দিনটিতে কাজের চাপে নিজেকে ভুলে গেলে চলবে না। অন্তত এ দিনটিতে সাদামাটা থাকাটা একদম ঠিক দেখায় না। তাই নিজেকে সাজিয়ে তুলুন অপরূপ রূপে। নারী দিবস মানেই বেগুনি রঙের পোশাক। তাই এই রঙটিকে মাথায় রেখে শাড়ি কিংবা থ্রি-পিস পরতে পারেন। তাছাড়া কুর্তিও বেশ মানানসই হবে। সঙ্গে হালকা প্রসাধনীর ছোঁয়া রাখুন। আর অবশ্যই পোশাকের সঙ্গে মানানসই ছোট কিছু গয়না পরতে পারেন।