ছবি ঘর দেশ ব্রেকিং নিউজ

Women’s Asian Champions Trophy: জাপানকে হারিয়ে সোনা জয় ভারতের মহিলা হকি দলের

হকিতে দেশের মুখ উজ্জ্বল করল দেশের সোনার মেয়েরা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সোনা জিতল ভারত। ফাইনালে জাপানকে ৪-০ গোলে উড়িয়ে দিল ভারতের সোনার মেয়েরা। সাত বছর আগে শেষ বার এই ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল ভারত। ফের আবার মহিলা হকিতে এশিয়া সেরা হল ভারতের মেয়েরা।

মহিলা হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্যোক্তা এবার ভারত। ঝাড়খণ্ডের রাঁচিতে সোমবার ছিল প্রতিযোগিতার মেগা ফাইনাল। যেখানে শক্তিশালী জাপানের মুখোমুখি হয়েছিল ভারতের মেয়েরা। যদিও জাপানের বিরুদ্ধে দাপটের সঙ্গেই খেলল ভারতের নারীশক্তি। প্রথম কোয়ার্টারে দুই দলের কাছে গোলের সুযোগ এসেছিল। কিন্তু কোনও দল জালে বল জড়াতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে শুরু থেকে তেড়েফুঁড়ে আক্রমণ করে ভারত। ফলও মেলে ১৭ মিনিটের মাথায় গোলের দেখা পায় ভারত। ভারতের হয়ে গোলের খাতা খোলেন সঙ্গীতা। ওই কোয়ার্টারে আর কোনও গোল করতে পারেনি ভারত। জাপানও গোলশোধ করতে পারেনি। তৃতীয়ার্ধে হাড্ডাহাড্ডি খেলা হয়। তবে স্কোরবোর্ড পরিবর্তন হয়নি। তবে চতুর্থ কোয়ার্টারে জাপানের বিরুদ্ধে দাপুটে হকি খেলে ভারতের মেয়েরা। এই কোয়ার্টারে হয় বাকি তিনটি গোল। ৪৬ মিনিটে গোল করেন নেহা। ২-০ গোলে এগিয়ে যায় ভারত। ৫৫ মিনিটে ব্যবধান ৩-০ করে ভারত। এবার গোলদাতা লালরেমসিয়ামি। ৬০ মিনিটে জাপানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় ভারত। এবার গোল আসে বন্দনার স্টিক থেকে। শেষ দিকে গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় জাপান। সেই সময় অনেকগুলি সুযোগ পেয়ে যায় ভারত।