দেশ ব্রেকিং নিউজ

শাড়ি পরায় মহিলাকে প্রবেশে বাধা

শাড়ি পরে এসেছেন তিনি। এই যুক্তিতে নয়াদিল্লির একটি রেস্তরাঁয় ঢুকতে পারলেন না এক মহিলা। ‘স্মার্ট পোশাক’ না পরে এলে তিনি রেস্তরাঁয় ঢুকতে পারবেন না বলে জানিয়ে দেন এক কর্মী। শাড়ি স্মার্ট ক্যাজুয়াল পোশাক নয় বলেও জানানো হয় তাঁকে।

রেস্তরাঁর ওই কর্মীর কথা শুনে হতবাক হয়ে যান অনিতা চৌধুরী নামে ওই মহিলা। পেশায় তিনি সাংবাদিক। পরে ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। গত রবিবার দক্ষিণ দিল্লির আনসাল প্লাজায় একটি রেস্তরাঁয় গিয়েছিলেন অনিতা। সেখানেই এই অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি।

সোশ্যাল মিডিয়ার পোস্টে অনিতা লিখেছেন, ‘আমি শাড়ি পরেছিলাম বলে আমাকে রেস্তরাঁয় ঢুকতে দেওয়া হয়নি। শাড়ি আমাদের ঐতিহ্যবাহী পোশাক। কিন্তু সেই পোশাক পরার জন্য যে ভাবে আমাকে অপমান করা হয়েছে, তা খুবই বেদনাদায়ক।’

তবে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষমা চেয়ে নেয় রেস্তরাঁ কর্তৃপক্ষ। ঘটনাটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছে তারা। রেস্তরাঁর তরফে জানানো হয়েছে, আমরা ভারতীয় সম্প্রদায়কে সম্মান করি। আধুনিক ও ঐহিত্যশালী পোশাক দু’টিকেই স্বাগত জানাই আমরা।