অবশেষে মহিলা ক্রিকেটারদের মুখে হাসি ফোটালেন বাংলার মহারাজ। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মহিলাদের আইপিএল হওয়া নিয়ে নিশ্চিত করলেন। এই টুর্নামেন্ট নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন মিথিলা রাজ, স্মৃতি মন্ধনা অথবা হরমনপ্রীত কউরের মতো প্রথমসারির ক্রিকেটাররা। বোর্ড আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না করলেও সভাপতির মন্তব্যে আপাতত কিছুটা আশ্বস্ত মিলল।
জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে পুরুষদের আইপিএল ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত স্থির হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর এবং নভেম্বর মাসের ৮ অথবা ১০ তারিখের মধ্যে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে। তবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও স্থির হয়নি। তবে পুরুষদের আইপিএলের সঙ্গে সামঞ্জস্য রেখে মহিলাদের টুর্নামেন্ট আয়োজনের জোরালো ইঙ্গিত দিলেন বোর্ড সভাপতি।
সংবাদ সংস্থা পিটিআই–কে রবিবার সৌরভ বলেন, ‘আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে, মহিলাদের আইপিএল যথারীতি অনুষ্ঠিত হবে এবং জাতীয় দল নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে।’ যদিও সূত্রের খবর, আগামী ১–১০ নভেম্বর সম্ভবত মহিলাদের আইপিএল অনুষ্ঠিত হতে পারে। বোর্ড সেই পরিকল্পনা মতোই এগোচ্ছে। বোর্ড সভাপতি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের একটি শিবির ডাকা হবে। আমরা আমাদের কোনও ক্রিকেটারেরই স্বাস্থ্যের ব্যাপারে ঝুঁকি নিতে চাই না। এটি বিপজ্জনক হতে পারে।’