দেশ লিড নিউজ

মহিলা চিকিৎসককে ধর্ষণ, তোলপাড় দেশ

বোনের জন্য খাবার কিনে পাঠিয়ে ছিলেন ভাই। আর সেই খাবার ডেলিভারি দিতে গিয়ে মহিলা চিকিৎসককে ধর্ষণ করল ডেলিভারি বয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ওডিশার আঙ্গুল জেলায়। ধাবা মালিকের ছেলে অভিযুক্ত সুকান্ত মেহরাকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, ছেন্দিপাডা এলাকায় ৩২ বছরের এক মহিলা চিকিৎসকের বাড়িতে খাবার ডেলিভারি দিতে গিয়েছিল অভিযুক্ত। তখনই বাড়িতে ঢুকে মহিলা চিকিৎসককে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, ওই অভিযোগকারিণী একটি স্বাস্থ্য সেন্টারে কাজ করেন। আর ওই সেন্টারের দেওয়া একটি ফ্ল্যাটে ভাইয়ের সঙ্গে থাকেন। যখন ঘটনাটি ঘটেছে তখন নিগৃহীতা বাড়িতে একা ছিলেন। জানা গিয়েছে, ওই ধাবাতে বসেই রাতের খাবার খেয়েছিলেন তাঁর ভাই। তিনিই সেখান থেকে বোনের জন্য খাবার কিনে পাঠিয়েছিলেন বাড়িতে। আর তা ডেলিভারি করতে গিয়ে সুকান্ত দেখে চিকিৎসক একা। তখন তাঁকে টেনে খাটে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ঘরের দরজা আগে থেকে বন্ধ করে দিয়েছিল অভিযুক্ত। তাই চিৎকারের আওয়াজ বাইরে যায়নি।

রাত ১১টা নাগাদ খাবার নিয়ে চিকিৎসকের বাড়িতে যায় সুকান্ত। অভিযোগ, বাড়িতে যুবতীকে একা পেয়ে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত। এরপরই ভাই ও বোন ছেন্দিপাডা পুলিশ স্টেশনে ধাবা মালিকের ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। বুধবার যুবতী চিকিৎসকের মেডিক্যাল পরীক্ষা করানো হয়। অভিযোগ পেয়েই সুকান্ত বেহরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।