আগামী ৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারানোর আহ্বান জানিয়ে ওয়াশিংটন ডিসি–সহ আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল আছড়ে পড়ল। সেই মিছিল করলেন হাজার হাজার মার্কিন মহিলারা। এই মহিলাদের একটা বড় ভোটব্যাঙ্ক রয়েছে। পাশাপাশি ওই মিছিল থেকে আমেরিকার সুপ্রিম কোর্টে সদ্য মনোনীত হওয়া প্রধান বিচারপতি এমি কোনি ব্যারেটকে অপসারণেরও দাবি তোলা হয়।
আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বছরের ফেব্রুয়ারি মাসেও ট্রাম্প প্রশাসনের অপসারণের দাবিতে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল করেছিলেন অসংখ্য মহিলা। তারই পুনরাবৃত্তি দেখা গেল এদিনের আমেরিকার বিভিন্ন শহরের রাস্তায়। ওয়াশিংটন ডিসি’র ন্যাশনাল মল থেকে ফ্রিডম প্লাজা পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মহিলারা।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরেই মার্কিন মহিলাদের একাংশ আমেরিকাজুড়ে বিক্ষোভ মিছিল বের করেছিলেন। সেই স্মৃতি থেকে অনুপ্রেরণা পেয়েই শনিবারের কর্মসূচি পালন করা হয়। দেশের প্রায় ৫০টি রাজ্যেই বিক্ষোভ দেখানো হয়েছে।