খুনের ঘটনা ঘটল ভাঙড়ের মৌলমুকুন্দ গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত বৃদ্ধার নাম সরলা নস্কর (৬৫)। গত ২৩ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামের একটি পুকুরের জলে বস্তা ভাসতে দেখতে পায়। আর সেই বস্তা থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল এলাকায়। তারপরেই খবর দেওয়া হয় ভাঙড় থানায়। পুলিশ গিয়ে বস্তার ভিতর থেকে সরলা নস্করের পচাগলা দেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, সরলা নস্করের পরিবারে কেউ ছিল না। তার কয়েক লক্ষ টাকার সম্পত্তি ছিল। সেই সম্পত্তি হাতানোর জন্যই তার ভাইপোরা খুন করে বস্তার মধ্যে বেঁধে পুকুরে ডুবিয়ে দেয়। গত ২৩ দিন পর সেই বস্তাবন্দি দেহ ভেসে ওঠে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত ভাইপো অধীর নস্কর সহ মোট চারজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। চারজনকে আটক করা হয়েছে। এই চারজন মৃতার সম্পর্কে ভাইপো হয়। সম্পত্তির লোভেই এই খুন বলে মনে করা হচ্ছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অনেকদিন ধরেই সম্পত্তি হাতিয়ে নেওয়ার ছক কষা হয়েছিল। তবে পুরো তদন্ত না করে কোনও সিদ্ধান্ত এখনই জানা যাচ্ছে না।