175 people were invited to Bhumi Pujo in Ayodhya today. Although PM Narendra Modi attended the ceremony wearing a mask but Ramdev came without a mask
দেশ ব্রেকিং নিউজ

মাস্ক ছাড়াই অযোধ্যায় রামদেব

সর্বনাশ হয়ে গেল ভূমিপুজোয়। মাস্ক ছাড়াই দেখা গেল একাধিক আমন্ত্রিত ব্যক্তিকে। এমনকী বুধবার উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগগুরু রামদেব। তাঁর মুখেও মাস্ক নেই!‌ যার ফলে অবাক হয়েছেন অনেকেই। করোনা নিয়ে তিনি রীতিমতো জ্ঞান দিয়েছেন। সেখানে তিনি মাস্ক ছাড়া হাজির হয়েছেন ভূমিপুজোয়। তবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তাঁর মুখে মাস্ক না থাকায় তাঁকে নিয়ে গুঞ্জন ছড়ায়।
অযোধ্যার এই ভূমিপুজোয় আমন্ত্রিত প্রায় ১৭৫ জন বাদে কাউকেই ব্যারিকেডের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আবার শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং স্যানিটাইজেশনের বিষয়গুলিতে কড়া নজরদারি রাখা হয়েছিল। তারপরও রামদেব কিভাবে সবার সামনে মাস্ক ছাড়া সময় কাটালেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ভূমিপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে রামদেব বলেন, ‘‌রামমন্দির নির্মাণকাজ সম্পূর্ণ হয়ে গেলে অযোধ্যা ধর্মীয় এবং আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। অযোধ্যা ধর্মীয় ও আধ্যাত্মিকতার একটি বড় আকর্ষণ হয়ে উঠবে।’‌ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখে মাস্ক থাকলেও মাস্ক ছিল না রামদেবের।
দেশে করোনা সংক্রমণ যখন হু হু করে বাড়ছে, তখন স্বাস্থ্যবিধি কি এই বিশেষ অনুষ্ঠানের ক্ষেত্রে চুলোয় গেল? উঠছে প্রশ্ন। রামদেবের ক্ষেত্রেও তা দেখা যায়। রামদেবের মুখে মাস্ক না থাকায় ব্যঙ্গ–বিদ্রুপও শুরু হয়। কারও কথায়, তা হলে কি মাস্ক ছাড়াই করোনা আটকানোর নতুন পদ্ধতি আবিষ্কার করে ফেললেন যোগগুরু? তবে করোনা চিকিৎসায় করোনিল নামে একটি ওষুধ বাজারে ছাড়ার কথা ঘোষণা করে বিতর্কে জড়ান রামদেব এবং তাঁর সংস্থা পতঞ্জলি। প্রথমে করোনা নিরাময়ের কথা বলা হলেও পরে আইনি জটিলতায় জড়িয়ে ভোলবদল করেন তিনি।