জল-জঙ্গল পাড়ের বাসিন্দাদের দাবি মেনে মুখ্যমন্ত্রীর নির্দেশে সুন্দরবন পেল সরকারি বাস পরিষেবা।
উত্তর ২৪ পরগনা বসিরহাটের সুন্দরবন-হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের বনবিবি মাঠে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে প্রান্তিক মানুষরা দাবি জানান, বারাসত – হেমনগর রুটে সরকারি বাস পরিষেবা চালুর জন্য। সুন্দরবন সফরে এসে গত ২৯ শে নভেম্বর তিনি প্রকাশ্যে জনসভায় সরকারি কম্বল প্রদান অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী খুব দ্রুত একটি নতুন সরকারি বাস পরিষেবা দেওয়ার আশ্বাসও দেন।
ঘোষণার তিন দিন কাটতে না কাটতেই নতুন সরকারি বাস পরিষেবা পেল সুন্দরবনবাসী। আজ, শুক্রবার থেকে হেমনগর থেকে বারাসাত পর্যন্ত ১০৩ কিলোমিটার এই বাস পরিষেবা চালু হল। জঙ্গল লাগোয়া মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল, এমন একটি বাস রুট চালু হোক। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশি তারা। তাদের কথায়, প্রায় ২ লক্ষ মানুষ এই পরিষেবার সুবিধা পাবে। মনে করা হচ্ছে, নতুন বাস রুট চালু হওয়ায় সুন্দরবন ও কলকাতার যোগাযোগ একেবারে হাতের মুঠোয় এসে পৌঁছাল। পাশাপাশি একদিকে শহর ও শহরতলীর বিভিন্ন হাসপাতাল দ্রুত যোগাযোগ সম্ভব হবে। অন্যদিকে বিনোদনের জন্য পর্যটনকেন্দ্র গুলিতে খুব সহজে যেতে পারবে – এমনটাই মনে করছেন বাসিন্দারা।
সূত্রের খবর, এদিনের বাস উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তুষার মন্ডল, পূর্ত দফতরের কর্মাধ্যক্ষ শহীদুল্লাহ গাজী, জয়নাল আবেদীন সহ সরকারি আধিকারিকরা। উল্লেখ্য, নতুন পরিষেবায় বারাসাত থেকে ৫ ঘন্টায় পৌঁছানো যাবে সুন্দরবনের জঙ্গল পাড়ে।