দেশ

১১ জন ব্যবসায়ীর করোনা পজিটিভ

এই মুহূর্তে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। গোটা দেশ আতঙ্কে ভুগছে। বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। রাজধানী দিল্লির অবস্থা একদমই ভাল নয়। এই অবস্থায় দিল্লির আজাদপুর হোলসেল সবজি মান্ডিতে মিলল ১১ কোভিড পজিটিভ ব্যক্তির হদিশ। বাজারে মানুষের আনাগোনা এবং উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থা না থাকার ফলেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
অনেকে বলছেন, সামাজিক দূরত্ব না মানার ফলেই এই ঘটনা ঘটেছে। এশিয়ার বৃহত্তম ফল–সবজি হোলসেল মার্কেটে করোনা পজিটিভ ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। জেলাশাসক দীপক সিন্ডে জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীরা খতিয়ে দেখছেন কোথা থেকে করোনা ছড়ালো। তবে যে ব্যবসায়ীরা আক্রান্ত হয়েছেন তারা সরাসরি আজাদমান্ডির সঙ্গে সম্পর্কিত নন। এখানে আর কাউকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে কিনা তা জানানো হয়নি। তবে পুলিশ নজর রাখছে।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈন জানান, আজাদমান্ডিকে জীবাণুনাশক দিয়ে সাফ করা হয়েছে। যেসব ব্যবসায়ীদের করোনা পজিটিভ হয়েছে তাদের পাশপাশি দোকান বন্ধ করা হয়েছে। উল্লেখ্য, দিল্লিতে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৩৩১৪। মৃত্যু হয়েছে ৫৪ জনের।