দক্ষিণ তাইল্যান্ড ঘনীভূত নিম্নচাপের জেরে শনিবার ওডিশা – অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে চলছে ঘূর্ণিঝড়। ফলে বৃষ্টিতে ভাসতে পারে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণা সহ আরও কিছু জেলা। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার আন্দামান সাগরে অবস্থান করবে এই নিম্নচাপ। ধীরে ধীরে তা বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলের দিকে এগিয়ে যাবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলার উপরেও। ৩ ডিসেম্বর থেকে হালকা বৃষ্টি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫ তারিখেও। অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে।
বারবার অবরুদ্ধ শীতের গতিপথ। ডিসেম্বরের শুরু হয়ে গেলেও এখনও জাঁকিয়ে বসে নি ঠান্ডা অথচ ডিসেম্বরের শুরুতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শনিবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।