জেলা

হাড় কাঁপানো ঠাণ্ডা পড়বে রাজ্যে

করোনা আবহে শীত কেমন পড়বে?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে বঙ্গে। জানা গিয়েছে, শীত আসছে। তবে এবার বেশ তাড়াতাড়ি। এমনকী তা জাঁকিয়ে পড়বে জেলাগুলিতে। কলকাতা তার রেশ পাবে। তবে হাড় কাঁপানো ঠাণ্ডায় জেলার ৮–৮০ কেঁপে উঠবে বলে খবর। মঙ্গলবার সকালে কুয়াশার চাদরে ঢেকেছিল ভোরের শহর ও শহরতলি।
এদিকে দিল্লির তাপমাত্রা জাঁকিয়ে শীত পড়ার ইঙ্গিত দিচ্ছে। অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকেই এক ধাক্কায় কমতে শুরু করেছে তাপমাত্রা। অন্যান্য রাজ্যেও সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গায়ে শির শিরে কাঁপুনিতে, মোটা পোশাক টেনে বের করতে হচ্ছে অন্যান্যদের।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এখনই এতটা ঠান্ডা পড়ে যাবে তা ভাবা যায়নি। এই বছর শীত তাড়াতাড়ি পড়বে এবং তা জাঁকিয়ে পড়বে।যা গত ৫৮ বছরে হয়নি বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অকালে শীত। দিল্লিতে তাপমাত্রা নভেম্বর মাসের শুরুতেই ১৭.২ ডিগ্রীতে। কোথাও কোথাও ফাঁকা নির্জন এলাকায় তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ১৫ ডিগ্রীতে।
অন্যদিকে জম্মু–কাশ্মীর, শ্রীনগরে তাপমাত্রা শূন্য। লুধিয়ানা, পাঞ্জাব, পুনে ও দেরাদুনের তাপমাত্রা ১৪.৩ ডিগ্রী।এই পরিস্থিতিকে লা নিনা অবস্থা বলছে আবহাওয়া দফতর। মনে করা হচ্ছে, যেহেতু দুর্বল লা নিনার অবস্থা বিরাজ করছে তাই এই বছর আরও বেশি শীত পড়তে পারে। পশ্চিমবঙ্গের উত্তরে ইতিমধ্যেই ঠাণ্ডা পড়ে গিয়েছে। দক্ষিণবঙ্গে শীত শীত ভাব হাজির হয়েছে। যা দ্রুত হাজির হতে চলেছে শীত ভালভাবেই। কলকাতাতেও বেশ ভাল শীত অনুভব হবে বলে খবর।