রাজ্য

অধরা শীতে কুয়াশার পূর্বাভাস

শীতের আমেজ ফিরল কলকাতায়। সর্বনিম্ন তাপামাত্রা ২ ডিগ্রি কমল। শীতের আমেজ ফিরলেও এখনই জাঁকিয়ে শীত নয় বলছেন আবহাওয়াবিদরা। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ শেষের পথে। এখনও কনকনে ঠান্ডার দেখা নেই রাজ্যে। ভোরের দিকে ঠান্ডার আমেজ থাকলেও বেলা গড়াতেই সেটা অনেকটাই কমে যাচ্ছে। পশ্চিমী ঝঞ্জার জেরে আরও কয়েকদিন এমন চলতে থাকবে বলে খবর। আগামী ২–৩ দিন রাজ্যে ঘন কুয়াশার দাপট থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৪ থেকে ৫ দিন সকালে কুয়াশা থাকবে। বেলার দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। কিছুটা শীতের আমেজও থাকবে। উত্তর ভারত থেকে প্রচুর পরিমাণে প্রবেশ করছে পশ্চিমী ঝঞ্জা। ফলে তার প্রভাব পড়ছে রাজ্যে। চড়ছে তাপমাত্রার পারদ। ফলে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এসেও জাঁকিয়ে ঠান্ডা থেকে বঞ্চিত রয়েছেন বঙ্গবাসী। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই মাঝেমধ্যে সেখানে বৃষ্টি হচ্ছে। আগামী দু’‌দিন তা চলতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা–সহ প্রায় ১১টি জেলায় কুয়াশার পূর্বাভাস রয়েছে আগামী কয়েকটা দিন। দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে আগামী ৪৮ ঘণ্টায়।
অন্যদিকে শীতের লম্বা ইনিংস বাংলায় আসতে এখনও বেশ অনেকদিন সময় লাগবে। নভেম্বর থেকেই হাল্কা শীতের আমেজ উপভোগ করছিলেন বঙ্গবাসী। গত মাসের শেষ সপ্তাহে এসে তাপমাত্রা নামে একেবারে ২০ ডিগ্রির নিচে। তারপর থেকে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হয়নি। আবহাওয়ার এই খামখেয়ালিপনা চলবে আরও বেশ কয়েকদিন। বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। ১৬ তারিখ পর্যন্ত রাজ্যে শুষ্ক আবহাওয়াই থাকবে। ফলে এখনও রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। পশ্চিমী ঝঞ্জা ও বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত, এই জোড়া ফলায় সরাসরি প্রভাব পড়ছে রাজ্যের আবহাওয়ায়। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রী যা স্বাভাবিক।