রাজ্যে শীতের আমেজ শুরু হয়েও কোথায় যেন উধাও হয়ে গেল শীত। শনিবার ভোর থেকেই আকাশের মুখ ভার। হালকা বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। পাশাপাশি রয়েছে পুবালি হাওয়া। ফলে বাতাসে জলীয় বাষ্প এবং আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৯১ শতাংশে।
কলকাতায় রাতের তাপমাত্রা বেড়েছে ৫ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ০.৫ মিলিমিটার।
নিম্নচাপের ফলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে ভারী বৃষ্টি হচ্ছে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ সহ পার্শ্ববর্তী অঞ্চলে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার দক্ষিন অংশে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে শহরের উত্তরাংশে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।