শীতের পথে বাধা দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় সপ্তাহান্তে চড়বে তাপমাত্রার পারদ। শনিবার থেকেই আরও বাড়বে তাপমাত্রা। গোটা দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার আমেজ থাকলেও তাপমাত্রার হেরফের হচ্ছে। সন্ধ্যা নামার পরেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। গত কয়েকদিন ধরেই হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু হয়েছে।
বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। এর জেরে ২৩ ডিসেম্বর অর্থাৎ আজ থেকে ২৪ ডিসেম্বর দেশের একাধিক রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বছরের শেষের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বাড়তে পারে তাপমাত্রার পারদ। তবে, নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কারণ উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তাপমাত্রার পারদ। আপাতত হাঁড় কাঁপানো শীতের দেখা মিলবে না। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে।
পশ্চিমের জেলাগুলোতে রীতিমতো মতো হাঁকিয়ে ব্যাটিং করছে শীত। উত্তুরে হাওয়ার দেখাও মিলেছে। শনিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ পরিষ্কার থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। মেঘের পরত কাটিয়ে বাংলায় ঢুকছে শীত৷