ব্রেকিং নিউজ রাজ্য

কনকনে শীত গোটা রাজ্য জুড়ে

একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল অনেকটাই। অন্যদিকে জেলাগুলির তাপমাত্রাও নেমে গিয়েছে। তবে পারদের এই নিম্নগামী হওয়াটা কতদিন স্থায়ী হবে, তা নিয়ে কৌতুহল রয়েছে শীতপ্রেমীদের। পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে। যার প্রভাবে এ রাজ্যেও ফের বৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।

কলকাতায় এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।দক্ষিণবঙ্গে এ দিন শীতলতম স্থানের তকমা অর্জন করেছে শ্রীনিকেতন। সেখানে তাপমাত্রা নেমে গিয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে পুরুলিয়া, পানাগড়ে তাপমাত্রা ১০-১১ ডিগ্রির আশেপাশে রয়েছে। উপকূলেও জমিয়ে ঠান্ডা পড়েছে। দিঘায় তাপমাত্রা নেমে গিয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াসে। কাঁথিতে তাপমাত্রা ১১ ডিগ্রি, ক্যানিংয়ে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

পাশাপাশি, উত্তরবঙ্গেও বেশ কনকনে ঠান্ডা। শিলিগুড়িতে তাপমাত্রা নেমে গিয়েছে ৮.১ ডিগ্রিতে। কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি। জলপাইগুড়িতে তাপমাত্রা  ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে গিয়েছে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পংয়ের তাপমাত্রা সাড়ে ৭ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, গোটা রাজ্যের আকাশ এখন একদম পরিষ্কার হয়ে গিয়েছে। হু হু করে উত্তুরে হাওয়া ঢুকছে উত্তর ভারতে। এর প্রভাবেই ক্রমশ কমছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও বেশ কিছুটা কমবে বলে মনে করছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত তাপমাত্রা আর নামার সেরকম কোনও পূর্বাভাস নেই। তবে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে আগামী কয়েকদিন।