শীত উধাও । তাপমাত্রা বাড়ার সুনির্দিষ্ট ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আকাশের মুখ ভার কেটে গিয়েছে । ঝলমলে রোদ্দুরে পরিপূর্ণ আকাশ। গত কয়েকদিন ধরেই কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম-বেশি বৃষ্টি হয়েছে। রাতে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে দেখা গিয়েছে । শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় কুয়াশার আধিক্য ছিল ভোরের দিকে। বেলা বাড়তেই কুয়াশা কেটে দেখা গিয়েছে রোদের উঁকিঝুঁকি। বৃষ্টি বা মেঘাচ্ছন্ন আকাশ কেটে গিয়ে রোদের মুখ দেখা গেলেও তাপমাত্রা আর বাড়বে না জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শেষ পাঁচদিনে অন্তত ৫ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে কলকাতার। পার্শ্ববর্তী জেলাগুলিতেও শীতকাল কেটে গিয়ে সরস্বতী পুজোর আগেই তাপমাত্রা বৃদ্ধির আভাস রয়েছে। অকাল বৃষ্টির পরে রোদ উঠতেই বেড়েছে তাপমাত্রা। এবার হাওয়া অফিস পূর্বাভাস , নতুন করে ঠান্ডা পড়ার কোনও লক্ষণ নেই। সব মিলিয়ে ধীরে ধীরে শীতকাল বিদায় নিচ্ছে রাজ্য থেকে।
দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের অন্য জেলা গুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার কথা বানিয়ে রেখেছিল আবহাওয়া দফতর। কিন্তু তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই।