বাংলাদেশ ব্রেকিং নিউজ

ওপার বাংলাতেও শীতের দাপট অব্যাহত

এপার বাংলার মত ওপার বাংলাতেও জাঁকিয়ে বসেছে শীত৷ রোদ আর মেঘের লুকোচুরির মাঝে কুয়াশার তীব্রতা বাড়ছে ক্রমশ৷ দিনের বেলাতেও কুয়াশায় ভিজে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ সময় গড়াচ্ছে যত, দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা৷

কনকনে ঠান্ডা বাতাস বইছে। আর কুয়াশা ও বাতাস একত্রিত হয়ে শীতের প্রকোপ যেন এক ধাপ বেড়েছে। শীতে সবথেকে বেশী কষ্টে রয়েছেন শ্রমজীবি ও ছিন্নমূল মানুষ৷ অনেকটাই স্থবির হয়ে গিয়েছে জনজীবন। ঘন কুয়াশায় মহাসড়কে যানবাহন ও নৌ-যান চলাচল ও পণ্য পরিবহণ বিঘ্নিত হচ্ছে। কুয়াশায় নদী ও সড়ক পথে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।

দিনমজুর ও শ্রমিকরা জানিয়েছেন, সকাল থেকে আকাশ মেঘলা, কুয়াশা ও বাতাসে খুব শীত। ফলে তারা কোন কাজ করতে পারছেন না। এদিকে ঘন কুয়াশায় নদীতে নৌ-যান চলাচলে দুর্ঘটনার ঝুঁকির আশঙ্কায় পর্যটনবাহী লঞ্চ, জালিবোট ও ট্রলারগুলো ঘাটে বেঁধে রেখেছেন ব্যবসায়ীরা। এতে ক্ষতির সম্মুখীন পর্যটন শিল্পও।

গতকাল যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস৷ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দুই থেকে চারদিন এমনই পরিস্থিতি থাকতে পারে৷