এবার অনলাইনে নিলাম হতে চলেছে কোটি টাকার বাংলা মদ। দেশি মদ নিলাম করতে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। তবে মোট মদের পরিমাণ কত তা জানা যায়নি। অনুমান করা যায়, মদের মোট দাম কোটি টাকার নীচে নয়।
আবগারি দফতর সূত্রে খবর, ৫০ লাখ ৩৫ হাজার টাকা থেকে নিলাম শুরু হবে। বেআইনি অর্থলগ্নি সংস্থা পিনকনের থেকে বাজেয়াপ্ত এই মদের পঞ্চম দফার নিলাম হতে চলেছে।এর আগে চার দফায় দেশি মদ নিলাম করা হয়েছে।
পিনকন সংস্থার বেআইনি অর্থলগ্নি সংক্রান্ত তদন্তের সময়ে বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করা হয়। সূত্রের খবর মারফত জানা গিয়েছিল, সেসময় প্রায় ১৭ কোটি টাকার মদ বাজেয়াপ্ত করা হয়, আর এখন সেখান থেকে নিলাম করা হচ্ছে। নিলামে অংশ নিতে গেলে যে কোনও সংস্থাকে ১ লাখ ৮০ হাজার টাকা অগ্রিম জমা দিতে হবে। আর বেশি পরিমাণে দেশি মদ কেনা ও বিক্রির অনুমোদন রয়েছে এমন সংস্থাই এই নিলামে অংশ নিতে পারবে বলে জানাচ্ছে আবগারি দফতর।
২০১৮ সালে কলকাতা হাইকোর্ট রাজ্যকে জানিয়েছিল, ওই বাজেয়াপ্ত মদ বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরানোর জন্য তৈরি হওয়া কমিটিকে দিতে হবে। এই মোতাবেক আদালাতের তৈরি করে দেওয়া সেই কমিটির কাছে চলে যাবে এই মদ নিলামের টাকা।
You must be logged in to post a comment.