মদ্যপদের জন্য সুখবর। টানা ৪০ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে খুলে যাচ্ছে সব মদের দোকান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী সোমবার থেকে মদের দোকান খোলার কথা বলা হয়েছে। শুধুমাত্র গ্রিন এবং অরেঞ্জ জোনেই নয়, রেড জোনেও খুলবে মদের দোকান। অর্থাৎ, সব জোনেই মিলবে মদ। শুধুমাত্র কনটেইনমেন্ট জোনে বন্ধ থাকবে। আবগারি–তে সব থেকে বেশি রাজস্ব আয় হয়। তাই মদের দোকান খুলে দেওয়া হচ্ছে।
খবর পেতেই দেশের বিভিন্ন জায়গায় মদের দোকানের সামনে উপচে পরে ভিড়। একই চিত্র কলকাতা সহ সারা রাজ্যে। সকাল থেকেই হাজরা মোড়ের কাছে দোকানের সামনে সামাজিক দূরত্ব না মেনেই দীর্ঘ লাইন পরে। বাধ্য হয়ে কালীঘাট থানার পুলিশ লাঠি চার্জ করে ভিড় হঠায়।
কেন্দ্রের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে মদের দোকানের সামনে ৬ ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে। লাইনে ৫ জনের বেশি দাঁড়াতে পারবেন না। বার এবং রেস্টুরেন্ট অবশ্য খোলা থাকবে না। খুলবে শুধুমাত্র অফ শপ। কেন্দ্রের নির্দেশের পর রাজ্য সরকারও এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্যের আবগারি দফতর। সেখানে বলা হয়েছে- লাইনে ৫ জনের বেশি দাঁড়ানো যাবে না, ৬ ফুট দুরত্বে দাঁড়াতে হবে, মাস্ক না পরে এলে মদ বিক্রি করা যাবে না,এক সঙ্গে একজনকে দুটির বেশি বোতল বিক্রি করা যাবে না, দোকানে স্যানিটাইজার রাখতে হবে,দোকানের বাইরে নতুন দাম স্পষ্ট করে লিখে রাখতে হবে। প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান।