ব্রেকিং নিউজ রাজ্য

সুরাপ্রেমীদের মন খারাপ, পুজোর আগেই বাড়ছে মদের দাম

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ। পুজোর আগে মহার্ঘ্য হচ্ছে মদ। ফলে একধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে মদের দাম।

কোন মদের দাম কত টাকা বাড়তে পারে, ইতিমধ্যেই তা নিয়ে জেলায় জেলায় বিজ্ঞপ্তি পাঠিয়েছে নবান্ন। দেশি মদের ৬০০ মিলির নয়া দাম হতে চলেছে ১৫৫ টাকা। ৩৭৫ মিলির দাম হতে চলেছে ১০৫ টাকা। ৩০০ মিলির দাম হবে ৮৫ টাকা ও ১৮০ মিলির দাম হবে ৫০ টাকা। সর্বাধিক ২০ শতাংশ দাম বাড়তে চলেছে বলে জানা গিয়েছে। বিদেশি মদের নয়া দাম এখনও স্পষ্ট নয়। কিন্তু বিদেশি মদের চেয়ে দেশি মদের দাম বেশি বাড়ছে কেন? এই বৈষম্যের পিছনে স্বাস্থ্যকর কারণও রয়েছে বলে দাবি করেছে সরকার।

দেশি ও বিদেশি দুই ধরনের মদের দামই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের আবগারি দপ্তর। সূত্রের খবর, দেশি মদের দাম বাড়তে পারে প্রায় ২০ শতাংশ। প্রায় ৭-১০ শতাংশ দাম বাড়তে পারে বিদেশি মদের। আগামী ১৫ সেপ্টেম্বর থেকেই এই নয়া দাম কার্যকর হতে পারে রাজ্যে। সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মন খারাপ সুরাপ্রেমীদের।

প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে করোনার দাপট বেড়ে যাওয়ার ফলে দীর্ঘদিন বন্ধ ছিল মদ বিক্রি। পরবর্তীতে মদ বিক্রি শুরু হলে প্রথমে ৩০ শতাংশ বিক্রয়ের ওপর কর বসিয়েছিল রাজ্য। পরে তা অতিরিক্ত আবগারি শুল্কে পরিবর্তিত হয়। আর তাতেই বিলিতি মদের দাম বেশ খানিকটা বাড়ে।