ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শেষ। ঊর্ধ্বমুখী তাপমাত্রা। ভোরের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই বেশ গরম পড়তে শুরু করেছে। এই মরশুমে এবার বিদায় নেবে কি শীত? ফের কি দাপট দেখাতে ফিরবে শীত। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ১৫ তারিখ পর্যন্ত ওঠানামা করবে তাপমাত্রার পারদ। ফেব্রুয়ারির মাঝেই বিদায় নেবে শীত।
পূর্বাভাস বলছে, বুধবার মেঘলা থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে । আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ। এবার থেকে রাতের তাপমাত্রা কমবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে ১৪ ফেব্রুয়ারিও বেশ কিছুটা নিচে নামতে পারে তাপমাত্রার পারদ।
দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ফের কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সিকিমের পার্বত্য এলাকায় বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা । উত্তুরে হাওয়ার দাপট কমতে শুরু করেছে সেখানে।
উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বৃহস্পতিবার। একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে আবহাওয়ার পরিবর্তন দেশজুড়ে। এর প্রভাবে শুক্রবার থেকে রবিবারের মধ্যে জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিমে পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা উপকূল এবং তামিলনাড়ু ও পন্ডিচেরি করাই কাল উপকূল উত্তাল হতে পারে সমুদ্র। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু উপকূলে।